Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের করোনা প্রতিরোধে নানা উদ্যোগ

শেয়ার করতে এখানে চাপ দিন

মো. আবু আল সাইদ : নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে “সচেতনতাই একমাত্র রক্ষা কবজ” এই শ্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতায় ৬৮ পাবনা-১ আসনের বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম, ক্ষেতুপাড়া ও কাশিনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং চব্বিশ মাইল বাজারে উক্ত ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামুলক লিফলেট বিতরণ। এছাড়াও পোাস্টার লাগানোসহ করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পরামর্শ নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও করণীয় সম্পর্কে দেশ ও জাতির স্বার্থে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে ।
উক্ত ফাউন্ডেশনের সদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি কিংবা বেসরকারি যেকোন প্রতিষ্ঠানের সঙ্গেও জনসচেতনতামূলক যে কোনো কাজে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর