Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

অব্যাহত রয়েছে এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের করোনা প্রতিরোধে নানা কার্যক্রম

শেয়ার করতে এখানে চাপ দিন

মো. আবু আল সাইদ : আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডশনের উদ্যোগে সাঁথিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন উপজেলা, থানা ও হাসপাতাল চত্বরের রাস্তাঘাট, বাজারঘাটের গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল উদ্দিন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান আলী খাঁন, সাঁথিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আশরাফুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান উকিল এবং এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পাবনা নিউজ নেটের প্রকাশক ডা. আমিরুল ইসলাম সানুসহ উক্ত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

অপরদিকে ৬৮ পাবনা-১ আসনের উন্নয়নের রূপকার সাংসদ আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু.এমপি মহোদয়ের নির্দেশে কাশিনাথপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম আলতাফের নেতৃত্বে জনসচেতনতায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাশিনাথপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আল আমিন ও কাশিনাপুর ইউনিয়ন যুবলীগের মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মী।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর