মো. আবু আল সাইদ : আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডশনের উদ্যোগে সাঁথিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন উপজেলা, থানা ও হাসপাতাল চত্বরের রাস্তাঘাট, বাজারঘাটের গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল উদ্দিন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান আলী খাঁন, সাঁথিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আশরাফুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান উকিল এবং এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পাবনা নিউজ নেটের প্রকাশক ডা. আমিরুল ইসলাম সানুসহ উক্ত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

অপরদিকে ৬৮ পাবনা-১ আসনের উন্নয়নের রূপকার সাংসদ আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু.এমপি মহোদয়ের নির্দেশে কাশিনাথপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম আলতাফের নেতৃত্বে জনসচেতনতায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাশিনাথপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আল আমিন ও কাশিনাপুর ইউনিয়ন যুবলীগের মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মী।