Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

ছাত্রলীগ নেতা সজীব হাসান জয়ের মাস্ক বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সজীব হাসান জয় তার নিজ উপজেলা সাঁথিয়ার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও জীবাণুনাষক ঔষধ স্প্রে করেন। বর্তমান সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচ্য ও আতঙ্কের বিষয় হলো- করোনা ভাইরাস। যা এ পর্যন্ত বিশ্বের প্রায় সকল দেশের ৬৮৩৫২৫ জনের বেশি মানুষের মধ্যে এই ভাইরাসের নমুনা পাওয়া গেছে। বিশ্বের প্রায় সকল দেশের বিজ্ঞানীদের তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে এই রোগের প্রতিষেধক আবিষ্কার করার জন্য। দেশের এই ক্রান্তিকালে ছাত্রলীগের এই আয়োজন স্থানীয়দের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সজীব হাসান জয় বলেন, আমি আমার নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছি-এরকম একটি কাজের নিজেদের সম্পৃক্ত করতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ় প্রতীজ্ঞ। আমরা সবসময় গ্রামের দরীদ্র-নিপীড়িত-অবহেলিতদের সাথে আছি। আগামীতেও থাকব ইনশাআল্লাহ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর