সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ সরোয়ার হোসেন ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
নিহত সরোয়ার হোসেন সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে। পুলিশের দাবি নিহত আশিক আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও হত্যা মামলার আসামি ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। কিছু সময় পর ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার ওরফে আশিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু, এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।