তাইজুল ইসলাম, সাথিয়া প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সাঁথিয়ায় বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হানের নেতৃত্বে এ মনিটরিং পরিচালনা করা হয়।
এসময় বাজারের প্রত্যেকটি অলিগলিতে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেন। সেই সাথে হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার ও কিছুক্ষণ পরপর অন্তত ২০ সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধোঁয়ার পরামর্শ দেন।
এছাড়াও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখা, বিনা কারণে লোকসমাগম না করার তাগিদ প্রদানসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নিজে ও দেশের মানুষকে করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানান কর্মকর্তারা।