সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছুরা (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মাছুরা উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে মাধপুর-সাঁথিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শিশুটি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে অটোভ্যানটিকে কেউ আটক করতে পারেনি।