নিজস্ব প্রতিনিধি : পাবনায় করোনা ভাইরাসে আক্রান্ত এখনো কোনো রোগী সনাক্ত হয়নি। বর্তমানে জেলায় আইসোলেশনে আছে ২ জন এবং প্রবাসীসহ হোম কোয়ারেন্টাইনে আছে ৮৮৪ জন।
এদিকে করোনা সন্দেহে আইসোলেশনে পাবনার যে দু’জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো তাদের ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন পাবনার ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর।
আগামী দিনগুলাতে পাবনা জেলার করোনা পরিস্থিতি কেমন হবে, সেক্ষেত্রে আগামী ১০ দিন বিষয়টি নিয়ে গভীর পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেন, এখন থেকে মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় না থাকলে সেটা ভয়াবহ হয়ে উঠতে পারে। মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখতে হবে কমপক্ষে ৬ ফুট এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আর কয়েকটা দিন তিনি সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়ে বলেন, মানুষ এই পরিস্থিতিতে বাজারে বের হচ্ছেন, অযথা ঘরের বাইরে আড্ডা দিচ্ছেন, এক সঙ্গে বসে চা খাচ্ছেন, দোকানে রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছেন এখন এটা খুবি ঝুকিপূর্ণ।
পাবনার সদর হাসপাতাল সূত্র জানা যায়, করোনা ভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা এখনো হাসপাতালে নেই। এই সনাক্তকরণ ব্যবস্থা চালু হতে আরো সময় লাগবে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন।
তিনি আরও বলেন, লক্ষণ নিয়ে উদ্বেগে থাকা রোগীদের প্রথমে তারা নিজেরা দেখবেন এবং পরে যদি সন্দেহ হয় তবে পাবনা সিভিল সার্জন অফিস এর মাধ্যমে ঢাকা আইইডিসিআর এ পাঠাবেন।