তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে পাবনার সাঁথিয়া বাজার অভিযান করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী । এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান।
এসময় হেলমেট বিহীন হোন্ডা চালনার দায়ে এক হোন্ডা চালককে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর আওতায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারের প্রত্যেকটি অলিগলিতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন এবং মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কী সে সম্পর্কেও জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, আপনারা বিনা কারণে, অহেতুক জনজমায়েত হবেন না। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।