তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া বাজারে অভিযান চালিয়ে ৪ জনকে জরিমানা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টি করতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পাবনা সাঁথিয়া উপজেলার ধূলাউড়ি বাজারে এ অভিযান চালানো হয়।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান। এময় পেনাল কোড – ১৮৬০ এর ১৮৮ ধারায় ৪ জনকে ১৬০০ টাকা করে জরিমানা করা হয়।
ধুলাউড়ি এলাকার প্রতিটি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিটি আনাচে কানাচে ব্যাপকভাবে অভিযান চলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, আপনারা সবাই করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রশাসন সহযোগিতা করবেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা সচ্ছল তারা অবশ্যই এই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
তিনি আরও বলেন, আমাদের প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে যথেষ্ঠ সোচ্চার। তাই আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করেন।