Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

মাসুমদিয়া ইউনিয়নে পুরান মাসুমদিয়া সচেতন নাগরিক সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

শিকদার সোবহান : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নাকাল অসহায়, দিন-মুজুর, গরীব, মেহনতি ১৫০ জন মানুষের মাঝে চাল-ডাল-তেল-আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন “পুরান মাসুমদিয়া সচেতন নাগরিক সমাজ”। গত ৩০ শে মার্চ থেকে শুরু করে আজ ৩ মার্চ পর্যন্ত মাসুমদিয়া ইউনিয়ের ১৫০টি পরিবারের মাঝে একদল তরুন বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।


মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিরোজ হোসেনের আহবানে এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এতে আর্থিক সহায়তা প্রদান করেন মো. রাশিদুজ্জামান, প্রফেসর ড. মো. আব্দুল আলিম শিকদার, মো. মোকসেদ মোল্লা, প্রকৌশলী মিজানুর রহমান, মো. শহীদুর রহমান খান, প্রকৌশলী রফিকুজ্জামান, মো. ফিরোজ সরদার,মো. রবিউল ইসলাম, মো. মিজানুর রহমান খান, মো. সোহেল রানা, মো. সুরুজ শেখ, প্রভাষক কালাম খান, মো. মাহবুব আলম, মো. জুয়েল রানা, মো. মাসুম শিকদার। সার্বিক সহযোগিতা করেন আলহাজ্ব ক্ষিদির আলী। মাঠ পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন মো. আমিরুল ইসলাম, মো. হাসান মাহমুদ, মো. রুহুল আমিন, মো. নাহিদ হাসান। সংগঠনের সদস্যরা বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে দল-মত ভুলে আর্থিক সচ্ছল ব্যক্তিদের উচিত সমাজের দরিদ্রদের পাশে দাঁড়ানো। আমাদের এ সামান্য সহায়তায় যদি একজন ব্যক্তিরও সামান্য উপকার হয় তবে আমাদের চেষ্টা আংশিক সফল। তারা আরও বলেন, গত ঈদে আমাদের পক্ষ থেকে ৪০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদের বাজার দিয়েছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আগামীতে আরো বেশি বেশি মানুষের সাহায্য করতে পারি।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর