Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

র‌্যাবের চেকপোস্টে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ১০টার দিকে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনার বাইপাস গাছপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করে র‌্যাব।
কোম্পানী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, র‌্যাব একটি ট্রাককে চেকপোস্টে থামতে বললে ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করে ২ জন। এ সময় র‌্যাবের একটি দল ট্রাকের ড্রাইভার মো. হেলাল প্রামানিক (৪৫) ও মো. নাজমুল হুদা (২৪) নামে অপর একজনকে আটক করে।
আটক হেলাল পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত মুসলেম প্রামানিক এর ছেলে এবং নাজমুল হুদা লালমনিরহাট জেলার সদর থানার কুলারঘাট ছরারপাড় এলাকার বাবু মিয়ার ছেলে।
এসময় ওই ট্রাক থেকে ২২কেজি গাঁজা উদ্ধার করে ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাবের দাবি, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তারা দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে ।
এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব কমান্ডার আমিনুল কবীর তরফদার।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর