Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাবনার কৃতিসন্তান অতিরিক্ত ডিআইজিপি মো. মোজাম্মেল হক ও তার ডাক্তার মেয়ের মহতী উদ্যোগ

শেয়ার করতে এখানে চাপ দিন

মহিউদ্দিন ভূঁইয়া, পাবনা থেকে :

বাংলাদেশ পুলিশের চৌকস ও মেধাবী অফিসার, অতিরিক্ত ডিআইজি, RAB-4 এর কমান্ডিং অফিসার এবং পাবনার কৃতিসন্তান মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম তাঁর মার্চ মাসের বেতন ও বৈশাখীসহ সমূদয় ভাতার অর্থ উৎসর্গ করলেন নিজ এলাকা চাটমোহরের নিঃস্ব, অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের জন্য। তাঁর এই মহতীকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর বড়ো মেয়ে ডা. সাদিয়া আফরিন হক মৌমি; তিনি তাঁর কর্মজীবনের প্রথম প্রাপ্ত বেতনও উৎসর্গ করলেন তার পৈতৃক নিবাস চাটমোহরের নিঃস্ব ও অসহায় মানুষের জন্য।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় মানুষ আজ গৃহবন্দী। সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা বিবেচনা করে মানবতার সেবায় নিবেদিত মো. মোজাম্মেল হক তাঁর বর্তমান কর্মস্থল RAB-4 এর অধীন মিরপুর, সাভার ও মানিকগঞ্জ এলাকার মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করছেন। জাতির এই মহাসংকটের সময় তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার নিঃস্ব, হতদরিদ্র ৫০০ পরিবারের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নিয়েছেন। তাঁর ছোটো ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল হক গতকাল শুক্রবার থেকে এই ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন।

জননন্দিত ও সামাজিক ব্যক্তিত্ব মো. মোজাম্মেল হক তাঁর কর্মজীবনের সর্বত্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বাংলাদেশের প্রতিটি এলাকায় মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এর মতো কৃতীসন্তানের জন্ম হোক।

মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এবং তার জ্যেষ্ঠ সন্তান ডা. সাদিয়া আফরিন হক মৌমির দীর্ঘজীবন, কর্মজীবনের সর্বোচ্চ সফলতা এবং আমৃত্যু সুস্থতা কামনা করেছেন চাটমোহরবাসী।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর