Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

রুপপুর ইউনিয়ন চেয়ারম্যানের ত্রাণসামগ্রী বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

গোলাম মাহবুব ও রেজাউল করিম : আজ শনিবার (০৪ এপ্রিল) সকালে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে বেড়া উপজেলা প্রশাসন ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় রুপপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন উজ্জ্বল ৩১০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় আবুল হাশেম উজ্জ্বল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বেড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমার ইউনিয়নে ১২৯ জনকে ত্রাণ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার ইউনিয়নের অসহায় ৫০০ পরিবারকে ত্রাণ দিচ্ছি। সরকারিভাবে আমার ইউনিয়ন পরিষদ থেকে তালিকাভূক্ত ৩১০ জন দুঃস্থ ও অসহায়ের মাঝে ত্রাণ বিতরণের কাজ শুরু করেছি। প্রায় প্রতিদিনই আমার ইউনিয়নে ত্রাণ বিতরণ চলছে। আমার ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না- চেয়ারম্যান হিসেবে আমি ঘোষণা করছি।
এসময় রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন রুপপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি নূরুল ইসলাম মোল্লা ও আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা।
রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম মোল্লা বলেন, এ মহামারিতে কাজ হারানো সব নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আমাদের স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে এবং আগামীতেও দেবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর