Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

ভূয়া এডিসি পরিচয়ে কাশিনাথপুরের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চাঁদা দাবী

শেয়ার করতে এখানে চাপ দিন

হাফিজুর রহমান হাফিজ : পাবনায় অতিরিক্ত জেলা প্রশাসকের ভূয়া পরিচয়ে বেড়া সাঁথিয়ার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) আতিকুল ইসলাম মোবাইল নম্বর ০১৭৪৩৫৯২৯৩২ এ পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে সাঁথিয়া থানা ও আমিনপুর থানাকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সাথে কথা বলার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক আমিনপুর থানা পুলিশ কাশিনাথপুরে অবস্থিত মা জেনারেল হাসপাতাল (প্রা.) ও ক্রিসেন্ট ডায়াগনোস্টিক সেন্টার এন্ড হাসপাতাল এর কর্তৃপক্ষের সাথে কথা বলার ব্যবস্থা করেন। তিনি অব্যবস্থাপনার কথা বলে প্রত্যেক হাসপাতাল ও ক্লিনিক থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবী করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে মেবাইল কোর্ট পরিচালনার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে সন্দেহ হলে কাশিনাথপুর বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম সানু জেলা প্রশাসক মহোদয়কে অবগত করলে বিষয়টি ভূয়া প্রমাণিত হয়।
সাঁথিয়া ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়টি জানানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। সাঁথিয়া ও আমিনপুর থানা পুলিশ মোবাইলের সূত্র ধরে আসামি গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে এ প্রতিবেদককে জানানো হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর