তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বিভিন্ন বাজারে ৫ জনকে অর্থদন্ড দিয়েছে পুলিশ, উপজেলা প্রশাসন ও গ্রাম পুলিশ বাহিনী।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে সাঁথিয়ার বিভিন্ন বাজার অভিযান চালান উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও গ্রাম পুলিশ বাহিনী । এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান।
এসময় ভ্রাম্যমান আদালতে মাধপুর, বনগ্রাম, ক্ষেতুপাড়া, পাইকপাড়া, গৌরীগ্রাম বাজারসহ বিভিন্ন এলাকায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় ২১০০ টাকা ও ১৮৬০ সালের ২৬৯ ধারায় ৮০০০ টাকাসহ সর্বমোট ৫ জনকে সরকারি আদেশ অমান্য করায় ১০১০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসচেতনতা সৃষ্টি করতে আমাদের এ অভিযান। তাই আপনাদের প্রতি আমার আহবান আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, আপনারা আমাদের প্রশাসনকে সহযোগিতা করবেন এই কামনা করি।