নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে কর্মহীন নিম্ন আয়ের ৭০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে জাতসাখিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক বাবু এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
১০ কেজি চাউল, ১ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ লিটার তেল এবং একটি করে সাবানসহ প্যাকেট করা ত্রাণ শনিবার (৫ এপ্রিল) বিতরণ করেন। এর মধ্যে ৩৫০ প্যাকেট সরকারিভাবে বাকি ৩৫০ প্যাকেট চেয়ারম্যান তার ব্যক্তিগত উদ্যোগে প্রদান করেছেন বলে জানা যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতসাখিনী ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল হক বাবু বলেন, আজ ৭০০ নিম্ন আয়ের পরিবারের জন্য খাদ্য বিতরণ করেছি, যা আমি মনে করছি পর্যাপ্ত নয়। আরও ৭০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দিতে হবে। এ জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। তিনি আরও বলেন, সরকার করোনা মোকাবেলায় তৎপর। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন, ট্যাগ অফিসারের প্রতিনিধি ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।