তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে বিভিন্ন এলাকায় ১৫ জনকে জরিমানা করা হয়।
আজ রোববার (৫ এপ্রিল) করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে ৩ বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন মাহমুদ ও এএসআই আশরাফুল এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান।
এসময় মোবাইল কোর্ট অভিযানে করমজা, কাশিনাথপুর বাজারসহ বিভিন্ন বাজারে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় ও ২৬৯ ধারায় সর্বমোট ১৫ জনকে ১০৯০০ টাকা জরিমানা করা হয়।
প্রত্যেকটি বাজারে যাতে করে মানুষেরা সমাগম করতে না পারে, সে বিষয়ে যৌথ বাহিনী কড়া হুশিয়ারী করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, আমরা চাইবো আপনারা নিজ নিজ দায়িত্ব ও নিয়মকানুন মেনে চলবেন। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।