Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় আইসোলেশনে থাকা সেই যুবকের করোনার রিপোর্ট নেগেটিভ

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খাঁন, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁর নমুনা পাঠানোর পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মৌখিকভাবে গতকাল রোববার (০৫ এপ্রিল) এ কথা জানিয়েছে। ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত গুজবে তাঁকে নিয়ে একের পর এক নানান ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নওগাঁ থেকে এক যুবক (২৬) গত ২৫ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। তিনি ট্রেনে হকারি করেন। শ্বশুরবাড়িতে যাওয়ার পর তিনি জ্বর ও গলাব্যথায় আক্রান্ত হন।
বিষয়টি গ্রামে জানাজানি হলে ওই তরুণ করোনায় আক্রান্ত গুজবে এলাকাবাসী তাঁর শ্বশুরবাড়িতে চড়াও হয়। পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মো. মিলন মাহমুদ সেখানে গিয়ে তাঁকে কাশিনাথপুরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোতে আইসোলেশনে রাখেন। এ ছাড়া তাঁর শ্বশুরবাড়ির ১৬ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
পরে ওই যুবককে গত ২৯ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। করোনা ইউনিটটি সাধারণ রোগীদের ওয়ার্ড থেকে যথেষ্ট দূরে আলাদা ভবনে। এরপরও তাঁকে ভর্তি করার খবরে সাধারণ ওয়ার্ডে থাকা ৪০ জন রোগীর মধ্যে ৩৭ জন রোগী আতঙ্কে পালিয়ে যান।
বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন ব্যক্তিগত উদ্যোগে ১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫টি করোনাভাইরাস শনাক্তকরণ কিট দেন। সেটা দিয়ে পরীক্ষা করে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিলন মাহমুদ বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে কিট দিয়ে পরীক্ষা করা হলেও শতভাগ নিশ্চিত হতে ওই যুবকের নমুনা আমরা ঢাকায় পাঠিয়েছিলাম। ঢাকা থেকে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে তিনি করোনায় আক্রান্ত নন। এ ছাড়া ওই যুবক চিকিৎসায় সুস্থও হয়ে গেছেন। তারপরও তাঁকে সব মিলিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখব।’
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘মৌখিকভাবে ওই যুবক করোনামুক্ত বলে জানা গেলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো আসেনি। সেটা পাওয়া গেলে তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হবে।’

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর