বিশেষ প্রতিনিধি, পাবনা : করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় পাবনা শহরে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এই লকডাউন ঘোষণা করেন।
পাবনা জেলা শহরে এই প্রথম কোনো বাড়ি লকডাউন করা হলো। বাড়িটির মালিক (৫৫) পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। তাঁর ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টের খবর পেয়ে প্রশাসন বাড়িটিকে লকডাউন করেন।
এ বিষয়ে পাবনা সদরের ইউএনও জয়নাল আবেদীন বলেন, প্রাথমিক ধারণা থেকে সতর্কতার জন্য বাড়িটি লকডাউন করা হয়েছে। তবে ওই ব্যক্তির পারিবারিক ইতিহাসে অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তিনি অন্য কোনো রোগেও আক্রান্ত হতে পারেন। তাঁর নমুনা পরীক্ষা করা হচ্ছে। লকডাউন চলা অবস্থায় তাঁদের নিত্যপ্রয়োজনীয় সব পণ্য প্রশাসন পৌঁছে দেবে।