নিজস্ব প্রতিবেদক, পাবনা : করোনা ভাইরাস সন্দেহে পাবনার ১৯ জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ও করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত হয়েছে করোনাভাইরাস শনাক্তের ল্যাব। সেখানে যেসব নমুনা এসেছে তার বেশিরভাগই পাবনার। মাত্র তিনটি নমুনা রাজশাহীর।
এসব তথ্য জানিয়ে ডা. সাবেরা গুলহার আরও জানান, ‘এ পর্যন্ত আমরা ২২ জনের নমুনা পেয়েছি। এগুলো নিয়ে আমরা কাজ করছি।’
তিনি আরও জানান, এখান থেকে পাঠানো নমুনা যাচ্ছে আইইডিসিআরে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে জানানো হয় তথ্য, ‘আমরা এ পর্যন্ত সাতজনের নমুনা পরীক্ষা করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। তবে রাজশাহীতে এখনও করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।’
জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে রাজশাহী বিভাগের আট জেলার রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।’