স্টাফ রিপোর্টার : ওরা তিন বন্ধু। তিন জন মিলেই গঠন করেছে ‘ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’। এই শ্লোগানে ওরা ব্যাটারীচালিত অটোরিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাড়া-মহল্লায়। ওদের কাছে রয়েছে কিছু চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ। ফোন কল পেলেই সেই অটোরিক্সা নিয়ে বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছে। ঘরে বসেই মিলছে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ। ভ্রাম্যমাণ মেডিকেলের ওই টিম পাবনার চাটমোহর উপজেলার উদ্যোমী তিন যুবকের। করোনাভাইরাস আতঙ্কে যখন অনেক চিকিৎসক রোগীর কাছে যেতে ভয় পাচ্ছেন, ঠিক তখন হাতের কাছে এমন ব্যতিক্রমী সেবা পেয়ে খুশি এলাকাবাসীও।
উদ্যোমী তিন যুবক হলেন চাটমোহর উপজেলার হিয়ালদহ গ্রামের আরিফুল ইসলাম সৈকত, গুনাইগাছা নতুনপাড়া গ্রামের রুহুল আমিন ও বেজপাড়া গ্রামের রাসেল পারভেজ। তারা রাজশাহীর উদয়ন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে চার বছরের কোর্স সম্পন্ন করেছেন।
আরিফুল ইসলাম সৈকত জানান, তিন বন্ধু ভাবতে থাকেন, কীভাবে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া যায়। সেই চিন্তা থেকেই সিদ্ধান্ত নেন, ফোন কলের মাধ্যমে বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিবেন তারা। আর নিজেদের সেই উদ্যোগের নাম দেন ‘আস্থা হেলথ সেবা ডটকম’। উপজেলার গুনাইগাছা বাজারে একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে। আর বাড়িতে বসে চিকিৎসাসেবা পেতে তাদের সঙ্গে যোগাযোগের জন্য আরিফুল ইসলাম সৈকত (০১৭০৫-১০৫৯৯৮), রুহুল আমিন (০১৭৫৪-৬৩১৫০৩) ও রাসেল পারভেজ (০১৭৪৪-৮০৩৫৯০) এই নাম্বারগুলোতে ফোন করতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলছে।
জানা যায়, রোগীর বাড়িতে গিয়ে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ও ব্যবস্থাপত্র দিচ্ছেন ওরা। ওদের কাছে ওষুধও থাকছে, তবে সেই ওষুধ রোগী চাইলে টাকা দিয়ে কিনে নিতে পারেন। এজন্য রোগী বা স্বজনকে হাটে-বাজারে ওষুধ কিনতে যেতে হচ্ছে না। অথবা পরে যেকোনো সময় ফোন দিলে বাড়িতে ওষুধ দিয়ে টাকা গ্রহণ করা হয়।