Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

ওরা তিন বন্ধু : ফোন পেলেই বাড়িতে গিয়ে দিচ্ছেন স্বাস্থ্যসেবা

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার : ওরা তিন বন্ধু। তিন জন মিলেই গঠন করেছে ‘ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’। এই শ্লোগানে ওরা ব্যাটারীচালিত অটোরিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাড়া-মহল্লায়। ওদের কাছে রয়েছে কিছু চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ। ফোন কল পেলেই সেই অটোরিক্সা নিয়ে বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছে। ঘরে বসেই মিলছে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ। ভ্রাম্যমাণ মেডিকেলের ওই টিম পাবনার চাটমোহর উপজেলার উদ্যোমী তিন যুবকের। করোনাভাইরাস আতঙ্কে যখন অনেক চিকিৎসক রোগীর কাছে যেতে ভয় পাচ্ছেন, ঠিক তখন হাতের কাছে এমন ব্যতিক্রমী সেবা পেয়ে খুশি এলাকাবাসীও।
উদ্যোমী তিন যুবক হলেন চাটমোহর উপজেলার হিয়ালদহ গ্রামের আরিফুল ইসলাম সৈকত, গুনাইগাছা নতুনপাড়া গ্রামের রুহুল আমিন ও বেজপাড়া গ্রামের রাসেল পারভেজ। তারা রাজশাহীর উদয়ন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে চার বছরের কোর্স সম্পন্ন করেছেন।
আরিফুল ইসলাম সৈকত জানান, তিন বন্ধু ভাবতে থাকেন, কীভাবে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া যায়। সেই চিন্তা থেকেই সিদ্ধান্ত নেন, ফোন কলের মাধ্যমে বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিবেন তারা। আর নিজেদের সেই উদ্যোগের নাম দেন ‘আস্থা হেলথ সেবা ডটকম’। উপজেলার গুনাইগাছা বাজারে একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে। আর বাড়িতে বসে চিকিৎসাসেবা পেতে তাদের সঙ্গে যোগাযোগের জন্য আরিফুল ইসলাম সৈকত (০১৭০৫-১০৫৯৯৮), রুহুল আমিন (০১৭৫৪-৬৩১৫০৩) ও রাসেল পারভেজ (০১৭৪৪-৮০৩৫৯০) এই নাম্বারগুলোতে ফোন করতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলছে।
জানা যায়, রোগীর বাড়িতে গিয়ে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ও ব্যবস্থাপত্র দিচ্ছেন ওরা। ওদের কাছে ওষুধও থাকছে, তবে সেই ওষুধ রোগী চাইলে টাকা দিয়ে কিনে নিতে পারেন। এজন্য রোগী বা স্বজনকে হাটে-বাজারে ওষুধ কিনতে যেতে হচ্ছে না। অথবা পরে যেকোনো সময় ফোন দিলে বাড়িতে ওষুধ দিয়ে টাকা গ্রহণ করা হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর