আরিফ খাঁন, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করছেন। এ সময় সরকারি আদেশ অমান্য করায় উপজেলার নগরবাড়ি ঘাটে এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (৬ এপ্রিল) সকাল থেকেই দিনব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সেই সাথে গরীব-অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এ কার্যক্রম ও অভিযান পরিচালনা করছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী।
এ খবর লেখা পর্যন্ত উপজেলার নগরবাড়ি ও কাজীরহাট এলাকায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
(পরবর্তীতে আসছে বিস্তারিত…)