সুজানগর প্রতিনিধি : করোনার আতংকের মধ্যে সুজানগরের এক দম্পত্তির নানা শঙ্কা-উৎকণ্ঠা দূর হয়ে একসাথে ফুটফুটে তিন জমজ কন্যা শিশুর জন্ম হলো। সোমবার পাবনার একটি ক্লিনিকে জমজ এই তিন শিশুর জন্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে। সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের নুরদ্দিনপুর গ্রামের ইমরাম হোসেনের স্ত্রী আমেনা খাতুন রোববার প্রসব বেদনা নিয়ে পাবনার ওই ক্লিনিকে ভর্তি হন। সোমবার সিজারের মাধ্যমে তিনি তিন জমজ কন্যা সন্তানের জন্ম দেন। মা আমেনা খাতুন ও তিন শিশু এখন সুস্থ রয়েছে। পরিবারের লোকজন ওই তিন শিশুর নাম দিয়েছে পদ্মা-মেঘনা-যমুনা।
পাবনার গাইনি চিকিৎসক ডা. কাজী নাহিদা আক্তার লিপি এই সিজারিয়ান অপারেশন করেন।