সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় করোনা সন্দেহে এক পরিবার লক ডাউন করা হয়েছে। কয়েক জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করছেন চিকিৎসক। প্রশাসনিক ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের জনৈক ব্যক্তি নারায়নগঞ্জ পোশাক শ্রমিকের কাজ করতেন। তিনি গত সোমবার বিকেলে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে আসলে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানান। ওই দিন রাতেই থানা পুলিশের সহায়তায় ওই বাড়ি লক ডাউন করা হয়। বাড়ির চারিদিকে গ্রাম্য পুলিশকে পাহাড়ায় রাখা হয়েছে। এ ছাড়াও উপজেলার সেলন্দা, নারিন্দা গ্রামের কয়েকজন ঢাকা নারায়নগঞ্জ থেকে আসছেন, তাদের হোমকোয়ারেন্টে রেখে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় ওই পরিবারকে লকডাইনের আওতায় আনা হয়েছে। এলাকার নিরাপত্তার স্বার্থে গ্রাম পুলিশের পাহাড়া বসনো হয়েছে। ওই পরিবারকে খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হচ্ছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম. জামাল আহমেদ বলেন, যেহেতু নারায়নগঞ্জ ও ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বেশী, সেহেতু ওই এলাকা হতে যেই আসবে আমরা তাকে গভীর পর্যাবেক্ষণে রাখছি। রসুলপুর, সেলন্দা, নারিন্দাসহ কয়েক গ্রামের সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টাইনে রেখে ডাক্তার পাঠিয়ে নমুনা পরীক্ষা করা হচ্ছে।