তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনকে সহায়তার পাশাপাশি জনসচেতনতায় নিয়মিত মাঠে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ নির্দেশে এ বাজার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান।
এসময় সাঁথিয়া, জোড়গাছা, নন্দনপুর, মাধপুর, ও বনগ্রাম বাজারসহ বিভিন্ন বাজার অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৬৯ ধারায় ২ জনকে সর্বমোট ৩২শত টাকা জরিমানা করা হয়। অকারণে কোন স্হানে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দ্রুত স্থান ত্যাগ করার পরামর্শ দেন এবং মাস্ক ব্যবহার করার পরামর্শও দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনগন যাতে করে সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজের ও সবার পরিবার নিরাপদে থাকে সেই বিষয়ে সচেতন করছি।