তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় এ্যাড. শামসুল হক টুকু এমপির নির্দেশে খাদ্যদ্রব্য নিয়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের উদীয়মান তরুণ নেতা ও চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান হাফিজ।
বুধবার (০৮ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের প্রতিটি গ্রামে ৩ টন চাউল প্রত্যেককে ১০ কেজি করে অসহায় দুঃস্থ পরিবারকে এ খাদ্য রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেন তিনি।
তার এ অসহায় মানুষের পাশে আত্মনিয়োগে সার্বক্ষণিকভাবে সহায়তা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান ও পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক।
হাফিজুর রহমান হাফিজ বলেন, সাঁথিয়া-বেড়া সংসদ সদস্য প্রিয় নেতা এ্যাড. আলহাজ্ব শামসুল হক টুকু এমপির নির্দেশে করোনায় অসহায় মানুষের মাঝে এাণ বিতরণ করা হচ্ছে। যেন কর্মহীন মানুষ তাদের পরিবার নিয়ে দুমুঠো ভাত খেতে পারে।
তিনি আরও বলেন, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করি আগামী ইউপি নির্বাচনে ।