তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে শ্বাসকষ্ট ও জ্বরে ছুম্মা খাতুন (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ছুম্মা খাতুন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আবু বক্করের স্ত্রী। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত জানান, করোনা সন্দেহে মঙ্গলবার সন্ধ্যায় ছুম্মা খাতুনের রক্ত সংগ্রহ করে বুধবার সকালে পাবনায় পাঠানো হয়েছে।
ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ মাস্টার জানান, মহিলা একজন এ্যাজমা রোগী। দীর্ঘদিন ধরে ঠান্ডা-কাশী, শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সতর্কতার জন্য করোনায় মৃত ব্যক্তির পদ্ধতিতেই ধূলাউড়ি পূর্বপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।