সাঁথিয়া প্রতিনিধি : পাবনার আতাইকুলায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাজেদ আলী (৪০) দুবলিয়া হাপানিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল আলম জানান, ওই গ্রামের মাজেদের সাথে একই গ্রামের হোসেন আলীর জমিসংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে মাজেদ আলীসহ চারজনকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে মাজেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আহত আব্দুল মান্নান, শিমুল হোসেন ও মেহেদী হাসান চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।