Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

করোনা দূর্যোগের মধ্যেও আমিনপুরের সাগরকান্দি গ্রামে সন্ত্রাসী হামলায় আহত-৩

শেয়ার করতে এখানে চাপ দিন

বিল্লাল মোল্লা : আজ শুক্রবার সকাল ৮ টার দিকে পাবনার আমিনপুর থানাধীন সাগরকান্দি গোবিন্দপুর গ্রামে মসজিদের সাবেক ঈমাম গোলাম মাওলা ওরফে মাওলা ডাক্তারের উপর একদল সন্ত্রাসী হামলা করে। তাকে রক্ষা করতে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় সাগরকান্দি ইউপি সদস্য (সাবেক) মো. নওশাদ মিয়া, রহমত উল্লাহ, ওহিদুল্লাহসহ বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন বলে খবর পাওয়া গেছে।
এ প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারে, আতাউর রহমানের সন্ত্রাসী ছেলে জাহাঙ্গিরসহ একই এলাকার সামেদ আলী, আব্দুল্লাহ ও আলম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দীর্ঘদিন যাবত এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। সাগরকান্দি এলাকায় জমিজমা সংক্রান্ত ও মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে সব সময় ঝামেলার সাথে তারা জড়িত থাকে।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. মঈনুদ্দীন বলেন, “আমাদের অফিসারেরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
দেশের এই ক্রান্তিলগ্নে এরকম সন্ত্রাসী কার্যক্রম সকল মহলের নিকট ঘৃণিত ও জঘন্য কাজ বলে গণ্য হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর