বিল্লাল মোল্লা : আজ শুক্রবার সকাল ৮ টার দিকে পাবনার আমিনপুর থানাধীন সাগরকান্দি গোবিন্দপুর গ্রামে মসজিদের সাবেক ঈমাম গোলাম মাওলা ওরফে মাওলা ডাক্তারের উপর একদল সন্ত্রাসী হামলা করে। তাকে রক্ষা করতে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় সাগরকান্দি ইউপি সদস্য (সাবেক) মো. নওশাদ মিয়া, রহমত উল্লাহ, ওহিদুল্লাহসহ বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন বলে খবর পাওয়া গেছে।
এ প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারে, আতাউর রহমানের সন্ত্রাসী ছেলে জাহাঙ্গিরসহ একই এলাকার সামেদ আলী, আব্দুল্লাহ ও আলম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দীর্ঘদিন যাবত এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। সাগরকান্দি এলাকায় জমিজমা সংক্রান্ত ও মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে সব সময় ঝামেলার সাথে তারা জড়িত থাকে।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. মঈনুদ্দীন বলেন, “আমাদের অফিসারেরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
দেশের এই ক্রান্তিলগ্নে এরকম সন্ত্রাসী কার্যক্রম সকল মহলের নিকট ঘৃণিত ও জঘন্য কাজ বলে গণ্য হয়েছে।