তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে ৪ জনকে জরিমানা করা হয় এবং এসময় ঢাকা-নারায়নগঞ্জ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের নির্দেশ দেয়া হয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকালে করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী যৌথ অভিযান চালায়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান।
এ সময় সাঁথিয়া, নন্দনপুর, জোড়গাছা, সিএনবি বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান এর নেতৃত্বে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এর সমন্বয়ে টাস্ককোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালতে ৪ জনকে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় মোট ৫৬০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, আপনারা যারা ঢাকা-নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন অবশ্যই তাদের ১৪ দিন নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে।