স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার আমিনপুরে দুলাভাই কর্তৃক শিশু (১৩) শ্যালিকা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পরে আমিনপুর থানাধীন পুরাণভারেঙ্গা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চরগঙ্গাদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
এদিকে ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ করায় ধর্ষক দুলাভাই ইসরাফিলের বাড়ির লোকজন শিশুটির বাড়িতে হামলা চালিয়ে তার মাকে মারাত্মক আহত করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির পরিবারের লোকজন জানায়, শুক্রবার সন্ধ্যার শিশুটি একই গ্রামে অবস্থিত তার বোনের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিল। পথিমধ্যে তার দুলাভাই ইসরাফিল হোসেন (৩০) শিশুটিকে মুখচেপে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসীসহ তার বাড়ির লোকজন সেখানে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দুলাভাইকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন ও আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
এদিকে এ ঘটনা নিয়ে শিশুটির স্বজনেরা প্রতিবাদ জানালে এক পর্যায়ে ইসরাফিলের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে উল্টো শিশুটির বাড়িতে হামলা চালায়। এতে তার মায়ের মাথা ফেটে গিয়ে মারাত্মক আহত হন।
শনিবার (১১ এপ্রিল) সকালে আহত অবস্থায় শিশুটি ও তার মাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিষয়টি উপজেলার আমিনপুর থানাকে অবহিত করার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মাসহ শিশুটিকে আমাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছি।
রোববার (১২ এপ্রিল) শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই ইসরাফিল হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। এ ছাড়া হামলার সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।