সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগরের নারায়নপুর গ্রামে স্বামীর উপর অভিমান করে আয়শা খাতুন (২৫) নামে এক পাষণ্ড মা তার ৪ বছরের শিশু কন্যা কেয়া খাতুনকে বিষপানে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ এপ্রিল) সকালে।
সুজানগর থানা পুলিশ জানায়, ওইদিন সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে আয়শা খাতুনের সাথে তার স্বামী ওকিল মন্ডলের ঝগড়া হয়।
এরই জের ধরে সকাল ৯টার দিকে সে বাড়ির সবার অজান্তে স্বামীর উপর অভিমান করে প্রথমে মেয়ে কেয়া খাতুনকে বিষ খাওয়ায়ে হত্যা করে এবং পরে নিজেও বিষপানে আত্মহত্যা করে।
সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসা হওয়ায় থানায় কোন মামলা হয়নি।