মহিউদ্দিন ভূঁইয়া :
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাংবাদিক এ কে এম আজিজুল হক (১৯১৯-১৯৭০)-এর আজ ৫০-তম মৃত্যুবার্ষিকী। ১৯৭০ সালের আজকের এই দিনে পাবনা শহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পাবনা আরিফপুর সদর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।আমার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।
সাংবাদিক এ কে এম আজিজুল হক ১৯১৯ সালের ১ ফেব্রুয়ারি বর্তমান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন। ডা. ওমর আলী তাঁর পিতা।
এ কে এম আজিজুল হক পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আইএ ও বিএ পাস করে পাবনা কালেক্টরিতে কিছুদিন চাকরি করেন। এরপর মুসলিম ইনসুরেন্সে কিছুদিন চাকরি করেন। সাংবাদিক হিসেবে কাজ করেছেন দৈনিক আজাদ পত্রিকায়। সম্পাদনা করেছেন “সাপ্তাহিক পাক হিতৈষী” নামের একটি সাপ্তাহিক পত্রিকা।
সাংবাদিক এ কে এম আজিজুল হক ১৯৬১ সালে পাবনা শহরে তাঁর নিজ বাড়ি “সান ভিউ ভিলা” তে প্রতিষ্ঠা করেন পাবনা প্রেসক্লাব। তিনি হন এর প্রতিষ্ঠা সভাপতি এবং সম্পাদক হন রণেশ মৈত্র।