Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি সাংবাদিক এ কে এম আজিজুল হক এর ৫০-তম মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করতে এখানে চাপ দিন

মহিউদ্দিন ভূঁইয়া :
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাংবাদিক এ কে এম আজিজুল হক (১৯১৯-১৯৭০)-এর আজ ৫০-তম মৃত্যুবার্ষিকী। ১৯৭০ সালের আজকের এই দিনে পাবনা শহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পাবনা আরিফপুর সদর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।আমার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।
সাংবাদিক এ কে এম আজিজুল হক ১৯১৯ সালের ১ ফেব্রুয়ারি বর্তমান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন। ডা. ওমর আলী তাঁর পিতা।
এ কে এম আজিজুল হক পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আইএ ও বিএ পাস করে পাবনা কালেক্টরিতে কিছুদিন চাকরি করেন। এরপর মুসলিম ইনসুরেন্সে কিছুদিন চাকরি করেন। সাংবাদিক হিসেবে কাজ করেছেন দৈনিক আজাদ পত্রিকায়। সম্পাদনা করেছেন “সাপ্তাহিক পাক হিতৈষী” নামের একটি সাপ্তাহিক পত্রিকা।
সাংবাদিক এ কে এম আজিজুল হক ১৯৬১ সালে পাবনা শহরে তাঁর নিজ বাড়ি “সান ভিউ ভিলা” তে প্রতিষ্ঠা করেন পাবনা প্রেসক্লাব। তিনি হন এর প্রতিষ্ঠা সভাপতি এবং সম্পাদক হন রণেশ মৈত্র।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর