Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

সাগরকান্দি গ্রামের সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান আসামী জাহাঙ্গীর গ্রেফতার

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি, সাগরকান্দি : গত ১০ এপ্রিল সাগরকান্দি গ্রামের সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরকে আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে গ্রেফতার করেছে আমিনপুর থানার পুলিশ।
এ ব্যাপারে মামলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু সাইদ বলেন, আমিনপুর থানার মামলা নং-০৬ তারিখ- ২০/০৪/২০২০ এর ২ নং আসামী মো. জাহাঙ্গীর আলমকে গ্রামবাসী আটক করে পুলিশে খবর দিলে সাগরকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আমিনপুর থানায় আনা হয়েছে। সমস্ত আইনি কার্যক্রম শেষ করে আগামীকাল ১৩ এপ্রিল তাকে আদালতে প্রেরণ করা হবে।
আমাদের এ প্রতিবেদক এলাকাবাসীদের সাথে কথা বলে জানতে পারে সন্ত্রাসী জাহাঙ্গীর, সামেদ আলী, সবুজ গ্রুপ যখন যে দল ক্ষমতায় থাকে তাদের সেই দলের সাথেই দেখা যায়। ২০১৪ সালে সাগরকান্দি বাজারে আওয়মী লীগ অফিস ভাংচুর ও গাড়ি পোড়ানো ঘটনায় তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে এলাকাবাসী জানায়। ঐ ঘটনার মামলায় তারা রেকর্ডকৃত আসামী ছিল। এখন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তারা খোলস পরিবর্তন করে আওয়ামীলীগে যোগ দেয়। এরপর থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম আরো বেড়ে যায়।
আমিনপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর ১০ এপ্রিল সন্ত্রাসী হামলার সময় সাগরকান্দি ইউনিয়নের সাবেক মেম্বর নওশাদ মিয়াকে রাম দা দিয়ে মাথায় আঘাত করে।
আসামী জাহাঙ্গীর গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্থির নিঃশ্বাস ফেলছে। তবে তার আটকাদেশ কতদিন বহাল থাকবে-এ নিয়েও শঙ্কিত স্থানীয়রা। এছাড়া বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

উল্লেখ্য, সাগরকান্দির ওই সন্ত্রাসী হামলার শিকার কলেজছাত্র রহমত উল্লাহর অবস্থা আশংকাজনক। আহত রহমত উল্লাহকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢামেক সূত্রে জানা যায়, রহমত উল্লাহর মাথায় সজোড়ে আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং নার্ভ ছিড়ে যাওয়ায় জরুরী ভিত্তিতে ১০ এপ্রিল রাত ৩টার সময় তার অপারেশান করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর