তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় জ্বর, শ্বাস-কষ্ট ও গলাব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ মহিলা ছুম্মা খাতুন( ৫০) এর নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) উপজেলার ধুলাউরির মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যান ওই নারী। তিনি ওই গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী। ওই দিন বিকালে প্রশাসনের তক্তাবাধনে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী সুরক্ষা পোশাক পরিহিত সেচ্ছাসেবক ওই নারীর দাফন সম্পন্ন করেন।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদি ইকবাল বলেন, সাঁথিয়ার ওই বয়স্ক নারীর নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। সোমবার (১৩ এপ্রিল) পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এই নমুনা পরীক্ষার মধ্য দিয়ে জানা যায়, পাবনায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলেন, পেশায় ভিক্ষুক ওই নারী বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি মারা যাওয়ায় আমরা তার বাড়ি লকডাউন করেছিলাম।