Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সুজানগরের সাতবাড়িয়া ইউনিয়নসহ ২৭ গ্রাম লকডাউন

শেয়ার করতে এখানে চাপ দিন

হাফিজুর রহমান হাফিজ : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়নসহ উপজেলার ২৭টি গ্রাম লকডাউন করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নির্দেশে ওই সকল গ্রাম লকডাউন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হাশেম জানান, দেশে করোনাভাইরাসের রোগী শনাক্তের পরপরই ইউনিয়নের সকল গ্রামের দোকানপাট এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল।
পাশাপাশি বাইরের কোন অপরিচিত লোক যাতে গাড়ী-ঘোড়াযোগে ইউনিয়নে ঢুকতে না পারে সেজন্য ইউনিয়নের প্রধান প্রধান সড়কের প্রবেশপথ কাঠেগুঁড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয়।
তবে বিশেষ প্রয়োজনে কেউ কোথাও যেতে চাইলে ওই সকল পয়েন্টে থাকা স্বেচ্ছাসেবক দল তাদের শরীরে ডেটল-পানি ছিটিয়ে তথা পরিচয় নিশ্চিত হয়ে যাওয়ার ব্যবস্থা করছেন।
সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম বলেন, জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি করোনায় কর্মহীন দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সে কারণে ইউনিয়নের সকল মানুষ লকডাউনকে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর