তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় মোবাইল কোর্ট অভিযানে ৬ জনকে জরিমানা করা হয়। সোমবার (১৩ এপ্রিল) বিকালে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়সাল রায়হান।
এসময় সাঁথিয়া বাজার, করমজা বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে দন্ডবিধি ১৮৬০/এর ১৮৮ ও ২৬৯ ধারায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০১৮ এর ৬৬ ধারায় ৬ জনকে সর্বমোট ১২০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়সাল রায়হান বলেন, আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি। আমাদের প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, করোনা বিস্তার ঠেকাতে সরকারের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে।