Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

ঢালারচর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

শেয়ার করতে এখানে চাপ দিন

জাহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে এবার চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত হলেন পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী।
বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের এ আদেশ জারী করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী ভিজিডির চাল আত্মসাতের কারণে র‌্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন এবং পাবনার জেলা প্রশাসক উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থ পরিপন্থি বিবেচনায় তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচিন নয় মর্মে সরকার মনে করে।
সে কারণে বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (১৩ এপ্রিল) রাতে বেড়া উপজেলার বাঁধেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি কোরবান আলীকে ২২৯ বস্তা ত্রাণের চালসহ আটক করে র‌্যাব। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া চাল আত্মসাতের অভিযোগে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে দলীয় সকল পদ থেকে আজীবন বহিষ্কার করে জেলা আওয়ামীলীগ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর