গোলাম মাহবুব : বর্তমান দেশের এই দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সুজানগর উপজেলার রাণীনগরের এক ঝাঁক তরুণ। গতকাল (১৫ এপ্রিল) রাণীনগর গ্রামে কিছু দিনমজুর-হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন ক্লাবটির সদস্যরা। তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন। ক্লাবটির পক্ষ থেকে সবুজ হাসান তানজিল বলেছেন, জরুরী কাজের জন্য শাহিনুজ্জামান শাহিন ভাই তাদের সাথে সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন বলেন, “প্রতিটি গ্রাম, মহল্লার তরুণদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। ঘরে বসে এই মহামারী করোনা ভাইরাস এর বিপক্ষে যুদ্ধ করতে হবে। মানুষকে আরো বেশি সচেতন করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রশাসনকে সহায়তা করতে হবে। ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে যারা গ্রামে এসেছেন প্রশাসনের সহায়তায় তাদেরকে লকডাউন এর মধ্যে রাখতে হবে এবং জরুরী প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। সুজানগর উপজেলায় কেউ যাতে না খেয়ে, চিকিৎসার অভাবে মারা না যায় সেদিকে তরুণদেরই খেয়াল রাখতে হবে।”
এই মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সুজানগর উপজেলাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন।