Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাবনায় ৭১ জনের করোনা রিপোর্ট নেগেটিভ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : ১৫ এপ্রিল সর্বশেষ পাবনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পাবনায় কারো শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়নি। গত কয়েকদিনে পাবনা থেকে করোনা ভাইরাসের লক্ষণ থাকায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী ২৫ জনের রিপোর্ট দু’একদিনের মধ্যেই পাওয়া যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার (১৫ এপ্রিল) রাত পর্যন্ত পাবনা জেলায় কোন করোনারোগী সনাক্ত হয়নি ৷
তবে রাজধানী ঢাকাসহ ইতোমধ্যে দেশের অর্ধেক জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২১৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের এবং মোট আক্রান্ত ১২৩১ জন। মোট মৃত্যু ৫০ জনের (সূত্র: আইইডিসিআর)।
যেহেতু পাবনায় এখনো করোনার রোগী সনাক্ত হয়নি তাই যথাযথ কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। ঢাকা নারায়ণগঞ্জ থেকে কেউ আসলে তার হোম কোয়ারেন্টিনে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি স্ব স্ব এলাকার সকলকে সতর্ক থাকতে হবে যেনো তারা বাইরে না বের হয়-এরকমই মনে করছেন বিশ্লেষকরা।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ঢাকা নারায়ণগঞ্জ বা আক্রান্ত স্থান থেকে এখন বিশেষ জরুরী কাজ ছাড়া কেউ পাবনা আসছে না। আমরা পদক্ষেপ নিয়েছি, রাস্তা ঘাটে নজরদারি বাড়ানো হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর