Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

বেড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৫

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধি :
পাবনার বেড়া পৌরসভার শেখপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ কালু শেখের ছেলে ইমন শেখ বলেন, গ্যাস ফুরিয়ে যাওয়ায় সকাল সাড়ে ১১টায় নতুন সিলিন্ডার লাগানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আবুল হোসেন শেখ (৬৫), তার ছেলে কালাম শেখ (৪৫), কালু শেখ (৪০), পাশের বাড়ির মৃত. আনছার আলী শেখের ছেলে আলহাজ শেখ (৩০) ও মৃত আয়ুব আলীর ছেলে গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩০) অগ্নিদগ্ধ হন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর