Saturday, মে ১৮, ২০২৪
শিরোনাম

বেড়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত-১০, গ্রেফতার-৩

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলা কৈটোলা ইউনিয়নের মাছখালি গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আয়নুল শেখ (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও প্রায় ১০জন আহত হয়েছেন। এছাড়া বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বেড়া থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
বেড়া মডেল থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রামানিক গোষ্ঠী (সালাউদ্দিন গ্রুপ) ও শেখ গোষ্ঠীর (আতাই মেম্বর গ্রুপ) মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধায় বেড়া উপজেলা কৈটোলা ইউনিয়নের মাছখালি গ্রামের হাবিবর প্রামানিকের ছেলে মজিবর প্রামানিক (৩৫) ও একই গ্রামের মিন্টু শেখ ছেলে আব্দুল্লাহর (২৫) মধ্যে মাছধরার ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিবরের ভাই রওশন এগিয়ে গেলে তাকে মারপিট করে।
এরই জের ধরে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার সময় মজিবর প্রামানিক ও সালাউদ্দিন গ্রুপের লোকজন লাঠিসোটা নিয়ে মিন্টু শেখ ও আতাই মেম্বর গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় বাধা দিলে উভয় পক্ষ লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে ৩জনকে আটক করে। এ ঘটনায় আহত রওশন প্রামানিক (৩০), আয়নুল হক (৩০), মিন্টু শেখ (৫০), মুবাই শেখ (৩০), ওসমান গনি (৩৪) মোহাম্মদ আলী (৩০) কালু (৩০) রমজান (২৮) কে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়।
অবস্থার আবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আয়নুল শেখকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টার দিকে সে মারা যায়।
আয়নুল শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা ও আতাই মেম্বর গ্রুপের লোকজন একত্রিত হয়ে প্রামানিক গোষ্ঠির প্রায় ২০টি ঘরবাড়ি, দোকান পাট ভাংচুর ও লুটপাট চালায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খাঁন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ৩জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর