Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

কাশিনাথপুরসহ সাঁথিয়ার প্রতিটি হাটবাজারে উপচেপড়া ভীড়

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খাঁন, স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর নিষেধাজ্ঞা উপক্ষো করে প্রতিনিয়ত বসছে সাপ্তাহিক হাট। বাজারেরও একই চিত্র লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার উপজেলার বোয়াইলমারী, কাশিনাথপুর হাটে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এতে সামাজিক দূরত্ব মানছে না ক্রেতা-বিক্রেতা কেউ। অপরদিকে ধুলাউড়ি, বনগ্রাম হাটেরও একই অবস্থা। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে হাটবাজার বসিয়ে জনসমাগম সৃষ্টি হওয়ায় উদ্বেগে প্রকাশ করেছে এলাকার সচেতন মহল।
বৃহস্পতিবার সরজমিনে উপজেলার বোয়াইলমারী, করমজা চতুর বাজার, কাশিনাথপুর হাট ঘুরে দেখা যায়, প্রতি সপ্তাহের মতো মাছ, কাঁচা তরকারি ও নিত্য প্রয়োজনীয় জিানসপত্র নিয়ে কোনো নিয়ম না মেনে একসঙ্গে দোকানিরা হাট বসায়। সবচেয়ে বেশি জনসমাগম হচ্ছে মাছবাজারে। এদের অবস্থা দেখে বুঝার উপায় নেই এখানে কোনো সামাজিক দূরত্ব মানা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পরও এসব হাটবাজারে লোকসমাগম হচ্ছে প্রচুর।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি কাঁচাবাজার ও পাইকারি বাজার খোলা জায়গায় বসানোর নির্দেশ দিয়েছে সরকার। ইতোমধ্যে উপজেলার আতাইকুলা ও কাশিনাথপুর হাট-বাজার পার্শ্ববর্তী কলেজ মাঠে স্থানান্তর করেছেন উপজেলা প্রশাসন। এরপরেও হাটবাজার গুলোতে সামজিক দূরত্ব বজায় থাকছে না।
হাটে সবজি বিক্রি করতে আসা অনেকে বলেন, আমাদের বসার জন্য যদি আলাদা একটি জায়গা করে দিত তাহলে এভাবে গাদাগাদি করে বসতে হতো না। হাটে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে আসা সানোয়ার বলেন, সকালে কেনাকাটা করতে বাজারে যেতে হয়। আজ যেহেতু হাটের দিন তাই হাটে এসেছি কাঁচামাল কিনতে। এতগুলো দোকান একসাথে তাই সামজিক দূরত্ব মানা হচ্ছে না এটাই স্বাভাবিক।
কাশিনাথপুরের স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, সামাজিক দূরত্ব না মেনেই ব্যবসায়ীরা হাট বসিয়েছে। এতে করে করোনাভাইরাস ঝুঁকি আরও বেড়ে যাবে। প্রশাসনের উচিত এখনই পদক্ষেপ নেয়া। তিনি বলেন, কাশিনাথপুর অনেক বড়হাট সেটা স্থানান্তর করা হল কিন্তু কাজের কাজ তেমন হলো না। সামাজিক দূরত্ব কেউই পালন করেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জামাল আহম্মেদ বলেন, আমরা ইতোমধ্যে সবচেয়ে বড়হাট আতাইকুলা ও কাশিনাথপুর হাট-বাজারকে স্থানান্তর করেছি। আগামীতে অন্যগুলোকেও স্থানান্তর করবো। সাঁথিয়া বোয়াইলমারী হাটকে ইতোমধ্যে সরকারি কলেজ মাঠে জায়গা নির্ধারণ করেছি এবং ইউনিয়নের হাটগুলোকে চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া আছে কাঁচাবাজারগুলো যেন খোলা স্থানে বা মাঠে করা হয়। এতে একদিকে যেমন সামজিক দূরত্ব বজায় থাকবে। অন্যদিকে মানুষজনও তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর