নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতির ভেতরেও পাবনায় থেমে নেই খুন। গত এক সপ্তাহে পাবনা জেলায় খুন হয়েছেন ৪জন।
এ সপ্তাহে প্রথম খুনের ঘটনা ঘটে ১০ এপ্রিল শুক্রবার। এদিন দুপুরে পাবনা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুবলিয়া হাপানিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মাজেদ আলী (৪০) নিহত হন।
গত ১১ এপ্রিল শনিবার বিকেলে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে জমি বিক্রিতে রাজী না হওয়ায় পারিবারিক কলহে স্বামী, ছেলে, ছেলের বউ এবং ২ দেবর মিলে পিটিয়ে হত্যা করেছে আনজেরা খাতুন (৪৫) নামের এক গৃহিনীকে।
গত ১৩ এপ্রিল পাবনার সুজানগরে উপজেলার মানিকহাট ইউনিয়নের চরগজারিয়া গ্রামে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে ওই গ্রামের মজিবর রহমানের বড় ছেলে রবিউল ইসলামের (১৮) সাথে ছোট ছেলে হৃদয় হোসেনের (১৫) প্রচণ্ড বাগবিতণ্ডার এক পর্যায়ে বড়ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয় ছোট ভাই ।
ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাইছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই।
সর্বশেষ গতকাল ১৬ এপ্রিল পাবনার বেড়া উপজেলা কৈটোলা ইউনিয়নের মাছখালি গ্রামের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আয়নুল শেখ (৩০) নামের একজন নিহত হয়েছে।