সংবাদদাতা : পাবনা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো. সজীব হাসান জয় সাঁথিয়া উপজেলার অন্তর্গত ক্ষেতুপাড়া ইউনিয়নের নিজ গ্রামে কর্মহীন ও গরীব অসহায় মানুষের মধ্যে তার নিজস্ব অর্থায়নে কিছু চাউল বিতরণ করেন।
জানা যায়. ইতোপূর্বেও জেলা ছাত্রলীগ নেতা সজীব হাসান জয় সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাসান আলী খান এর সহযোগিতায় সাঁথিয়ায় মাস্ক ও শাকসবজি বিতরণ করছেন। এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সাঁথিয়ার বিভিন্ন জায়গায় স্প্রে করছেন।
তিনি সরকারের সিদ্ধান্ত মোতাবেক সকল কার্যক্রম মেনে চলছেন এবং তার সাধ্যমত অসহায় মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।