মো. আবু আল সাইদ : পাবনা জেলার চাটমোহরে সর্বপ্রথম পর পর দুই জন করোনা রোগী সনাক্ত হবার পর আমিনপুর থানাধীন চব্বিশমাইল-দূর্গাপুরে নারায়নগঞ্জ ফেরত জাহাঙ্গীর নামের একজনের করোনা সনাক্তের খবর পাওয়া গেছে। বর্তমানে জাহাঙ্গীর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন দুর্গাপুর ঘোষপাড়ার মো. সোহরাব আলী ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩০) গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে পালিয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই তার শরীরে ঠান্ডা,জ্বর,কাশি ও গলা ব্যথা দেখা দিলে তিনি দুলাই বাজারে ডা. তুহিনের কাছে যান। এ সময় ডা. তুহিন তাকে করোনা উপসর্গের লক্ষণের কথা বলেন এবং করোনা পরীক্ষাসহ উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এমতাবস্থায় উক্ত রোগী তার বাবাকে সংগে নিয়ে ১১ এপ্রিল রাতে মাইক্রোবাস যোগে ঢাকায় যান। ১২ এপ্রিল তিনি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়ে করোনা পরীক্ষা করতে দেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় কমিউনিটি হেলথকেয়ার প্রোফাইডার কাজী শফিকুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল ওই রোগী যখন নারায়ণগঞ্জ থেকে তার নিজ বাড়িতে আসেন, তখন খবর পেয়ে থানা পুলিশ, উপজেলা মেডিক্যাল টিম, স্থানীয় জনপ্রতিনিধি তাকে এবং তার পরিবারকে বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা ও বাড়িটি লকডাউন করে যান। রোববার (১৯ এপ্রিল) বিকেলের দিকে জাহাঙ্গীরের করোনা আক্রান্তের বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে দুলাই, চব্বিশমাইল বাজারসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
খবরটি শোনার পর এ প্রতিবেদক রোববার রাতে ওই রোগীর পিতা মো. সোহরাব হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার ছেলে জাহাঙ্গীর বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনিও তার সাথে রয়েছেন বলে জানান।
এ ঘটনায় বর্তমানে অত্র এলাকার মানুষের মধ্যে করোনা ভাইরাস আতংক বিরাজ করছে। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবী উক্ত এলাকা লকডাউন করা হোক। আমিনপুর থানার ওসি এসএম মইনউদ্দিন উক্ত রোগীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকা লকডাউন করা হয়েছে।