শিকদার সোবহান : সুজানগর উপজেলাধীন আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের তালিমনগর মোল্লা পাড়ায় করোনা ভাইরাস সন্দেহে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
ওই গ্রামের আওয়াল মোল্লা (৬০) নামের এক ব্যক্তির করোনা হয়েছে বলে এলাকায় গুজব সৃষ্টি হয়। কোনো প্রকার পরীক্ষা ছাড়াই স্থানীয়রা গত দু তিন ধরে ওই ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে গুজব ছড়িয়েছে।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, গত ৩-৪দিন আগে তিনি ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রামের বাড়ি এসেছেন। তিনি ঠান্ড-কাশির সমস্যা নিয়েই ঢাকা থেকে এসেছেন। ইদানিং রাতে তার কাশির পরিমান বৃদ্ধি পায়। খবর পেয়ে পুলিশ এসে তার পুরো পরিবারকে লকডাউন করে গেছে।
এলাকাবাসী করোনা আক্রান্ত রোগী হিসেবে তাকে আখ্যায়িত করে এলাকায় একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। যা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট বলে জানা গেছে। খবর পেয়ে সুজানগর উপজেলা থেকে আগত সরকারি মেডিকেল টিম এবং মাসুমদিয়া ইউনিয়নের শ্যামপুরের 100+ Group টিম তার ও তার পরিবারের সাথে কথা বলে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে টীমদুটি ওই ব্যাক্তির মধ্যে করোনা ভাইরাস সংক্রমনের কোন লক্ষণ পায়নি।
এভাবে গুজব ছড়িয়ে কাউকে হেয় করা মোটেও উচিত নয় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা।