Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

ঈশ্বরদীতে প্রবাসী হত্যা : গ্রেফতার-৩

শেয়ার করতে এখানে চাপ দিন

বার্তা সংস্থা পিপ, পাবনা : ঈশ্বরদীতে প্রবাসী দিনাজ প্রামানিককে হত্যার ঘটনায় জড়িত দিনাজের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীর মুলাডুলি চেকপোস্ট থেকে সোমবার দিবাগত রাতে ট্রাকসহ দুই জনকে এবং নিহত দিনাজের বাড়ি থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত দিনাজ প্রামানিকের স্ত্রী হোসনে আরা বেগম, তার পরকীয়া প্রেমিক ট্রাক চালক কামরুল হাসান কামির ও ট্রাকের হেলপার মফিজুল ইসলাম মিন্টু।

দিনাজ হত্যাকাণ্ডে জড়িত ট্রাকচালক কামরুল হাসান কামির উপজেলার সরইকান্দি পশ্চিমাপাড়ার রুস্তম আলীর ছেলে এবং তার সহযোগী হেলপার মফিজুল ইসলাম মিন্টু একই গ্রামের জামাল ব্যাপারীর ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অরবিন্দ সরকার জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করেছে যে, পরকীয়া প্রেমের কারণে পরিকল্পিতভাবে গত রোববার তারা দিনাজ প্রামানিককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর গোয়ালবাথান গ্রামের একটি গোরস্তানের নিকট তার লাশ ফেলে রাখে। পরে ট্রাক নিয়ে ড্রাইভার ও হেলপার আরআরপি নামের একটি প্রতিষ্ঠানের মালামাল নিয়ে নরসিংদী চলে যায়। সেখান থেকে ফেরার পথে সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী- দিনাজের বাড়ি থেকে স্ত্রী হোসনে আরা বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।

ওসি বলেন, গ্রেপ্তারের পর তারা জানায়, দিনাজ প্রামানিক বিদেশে থাকাকালীন সময়ে ড্রাইভার কামিরের সঙ্গে হোসনে আরা বেগম পরকীয়া প্রেম করতো, সম্প্রতি দিনাজ দেশে ফেরার পর তাদের অবৈধ সম্পর্কে বাধা হলে তারা দুজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। গোয়েন্দা তথ্যে পুলিশ নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর