রেজাউল করিম : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পাবনার বেড়া উপজেলার রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম উজ্জল (২১ এপ্রিল ) মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ত্রাণ বিতরণ করেন রুপপুর ইউনিয়ন পরিষদ চত্বরে।
এসময় পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান না থাকায় দুর্বিষহ জীবনযাপন করায় ও প্রায় একমাস লকডাউনের কারণে ইউনিয়নের শ্রমজীবী মানুষের তালিকা করে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে করে চলেছেন ইউপি চেয়ারম্যান।
এ সময় ৪১৮ টি তালিকায় নামধারী সদস্যদের মাঝে সরকারি ১০ কেজি চাল ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য একটি করে সাবান প্রদান করেন সামাজিক দূরত্ব বজায় রেখে।
এ সময় সরকারি নির্দেশ পালনে সকলকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি। করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বারবার সাবান দিয়ে হাত ধৌত করা ও নিজ নিজ বাড়িতে থাকার পরামর্শ দেন।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি অনুদানে পাওয়া ত্রাণ সামগ্রী গ্রহণ করে তা এলাকায় সুষ্ঠুভাবে বন্টন করাই আমার কর্তব্য ও দায়িত্ব।