Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নে ওরা তিন ভাই

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশসহ পৃথিবী যখন করোনা ভাইরাস মহামারিতে দিশেহারা, গরীব অসহায় মানুষ যখন আয় থেকে বহুদূরে, ঠিক তখনই বাংলাদেশ সরকারের পাশাপাশি কিছু দানশীল সুশীল সমাজ আর্তমানবতার সেবায় হতদরিদ্র ও নিম্ন আয়ের জনসাধারণের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের পল্লীতে তিন ভাইয়ের উদ্যেগে বুধবার (২২ এপ্রিল) কিছু হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, ছোলা, তেল, সাবান ও অন্যান্য খাদ্রসামগ্রী প্যাকেট করে বিতরণ করেন তারা।
রুপপুর ইউনিয়নের পাইকান্দি ছোনপাড়া গ্রামের সাইদ সেখের তিন ছেলে রঞ্জু সেখ, মঞ্জু সেখ ও স্বপন সেখ তাদের নিজ উদ্যোগে এই আয়োজনটি করে।
ওরা তিন ভাই জানান, আমরা আমাদের সাধ্যমত নিজের প্রতিবেশি কিছু হতদরিদ্রের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেছি।সেই সাথে সমাজের সকল পর্যায়ের বৃত্তশালীদের হতদরিদ্রের পাশে থাকার অনুরোধ করছি।
জানা যায়, ওই গ্রামের বেশ কিছু হতদরীদ্র ও নিম্ন আয়ের মানুষ ইউনিয়ন পরিষদ থেকে কোন ত্রাণ সামগ্রী বা সহায়তা পাননি। এতে প্রায় অর্ধশতাধিক পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতে ওরা তিন ভাই তাদের সাধ্যমত তারা ওই সমস্ত হতদরীদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর