নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশসহ পৃথিবী যখন করোনা ভাইরাস মহামারিতে দিশেহারা, গরীব অসহায় মানুষ যখন আয় থেকে বহুদূরে, ঠিক তখনই বাংলাদেশ সরকারের পাশাপাশি কিছু দানশীল সুশীল সমাজ আর্তমানবতার সেবায় হতদরিদ্র ও নিম্ন আয়ের জনসাধারণের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের পল্লীতে তিন ভাইয়ের উদ্যেগে বুধবার (২২ এপ্রিল) কিছু হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, ছোলা, তেল, সাবান ও অন্যান্য খাদ্রসামগ্রী প্যাকেট করে বিতরণ করেন তারা।
রুপপুর ইউনিয়নের পাইকান্দি ছোনপাড়া গ্রামের সাইদ সেখের তিন ছেলে রঞ্জু সেখ, মঞ্জু সেখ ও স্বপন সেখ তাদের নিজ উদ্যোগে এই আয়োজনটি করে।
ওরা তিন ভাই জানান, আমরা আমাদের সাধ্যমত নিজের প্রতিবেশি কিছু হতদরিদ্রের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেছি।সেই সাথে সমাজের সকল পর্যায়ের বৃত্তশালীদের হতদরিদ্রের পাশে থাকার অনুরোধ করছি।
জানা যায়, ওই গ্রামের বেশ কিছু হতদরীদ্র ও নিম্ন আয়ের মানুষ ইউনিয়ন পরিষদ থেকে কোন ত্রাণ সামগ্রী বা সহায়তা পাননি। এতে প্রায় অর্ধশতাধিক পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতে ওরা তিন ভাই তাদের সাধ্যমত তারা ওই সমস্ত হতদরীদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।